ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্কার দৌড়ে ভারতের প্রতিনিধি ‘হোমবাউন্ড’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

এ বছরের অস্কারে ভারতের পক্ষ থেকে মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে নীরজ ঘায়ওয়ান পরিচালিত সিনেমা ‘হোমবাউন্ড’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ ঘোষণা দেওয়া হয়।

হোমবাউন্ড

চলচ্চিত্রটি দেশজুড়ে জমা পড়া ২৪টি প্রতিদ্বন্দ্বী ছবিকে পেছনে ফেলে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়। ‘হোমবাউন্ড’ এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করবে ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে।

নীরজ ঘায়ওয়ানের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চলতি বছরের ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি নয় মিনিটের দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পায়। এরপর ছবিটি স্থান করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে, যেখানে এটি ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডে সেকেন্ড রানার-আপ হয়।

‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, জাহ্নবী কাপুরসহ নতুন প্রজন্মের একঝাঁক অভিনেতা। সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর।

হোমবাউন্ড 1

অস্কারের দৌড়ে এ বছর জমা পড়েছিল আরও কয়েকটি আলোচিত ছবি, যার মধ্যে ছিল ‘আই ওয়ান্ট টু টক’, ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘পুষ্পা টু’, ‘হিউম্যানস ইন দ্য লুপ’, ও ‘কেশরী টু’। তবে এবার কোনো বাংলা সিনেমা অস্কার তালিকায় জায়গা করে নিতে পারেনি।

হোমবাউন্ডের এই সাফল্য নীরজ ঘায়ওয়ানের ক্যারিয়ারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সমসাময়িক সিনেমাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্যও এক বড় পদক্ষেপ বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

DR/AHA
আরও পড়ুন