ঢাকার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে, আবহাওয়া থাকবে শুষ্ক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম

মহান বিজয় দিবসের সকালে রাজধানীতে বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে। এছাড়া সারাদেশেও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

DR/AHA