দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

পাবনার ঈশ্বরদীতে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল বাতাসে ঈশ্বরদীসহ সংলগ্ন এলাকার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এই অঞ্চলের সর্বনিম্ন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। ফলে তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও তেজ নেই, ফলে শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

এদিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন কালবেলাকে বলেন, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু হয়েছে। আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে আমরা জেনেছি।

NB/FJ
আরও পড়ুন