দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৩৭ এএম

ভ্যাপসা গরম যেন কাটছে না, জনজীবনে বিরাজ করছে অস্বস্তিভাব। এমন পরিস্থিতিতে আজ দেশের চার এলাকায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শরিবার (১৫ জুন) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় জানানো হয়, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঈদের দিনসহ আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলছে আবহাওয়া দপ্তর।

AHA/FI