প্রকৃতির চিরন্তন নিয়মে শীত আসে ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ের চারদিক। হিমকন্যা খ্যাত জেলায় দুদিন ধরে সামান্য তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে নাকাল উত্তরের মানুষ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি। আগের দিনের তুলনায় সামান্য তাপমাত্রা বাড়লেও অব্যাহত রয়েছে শীতের প্রকোপ।
শুক্রবার ভোর থেকে হালকা কুয়াশা দেখা দিয়েছে। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও ঝলমলে রোদের সকাল নেই আজ। প্রকৃতি জুড়ে দেখা গেছে হালকা কুয়াশাচ্ছন্ন।
আবহাওয়া পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর-সর্দিসহ শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। জেলার আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীত জনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
আজ কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে দেখা গেছে। শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
