ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রামের জনজীবন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডা. শাহিদ সর্দার বলেন, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে।

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। গত ৬ দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। রোববার (২৬ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রচন্ড ঠান্ডায় শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডা. শাহিদ সর্দার বলেন, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে।

এদিকে ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রাজারহাট উপজেলা চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী এলাকার কৃষক সেকেন্দার আলী বলেন, গত পাঁচ দিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে পারছি না। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। পাঁচ দিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বলেন, জেলার ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, এ রকম শীত আরও কয়েকদিন থাকতে পারে। একই সঙ্গে থাকতে পারে কুয়াশাও। সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় ঠান্ডার মাত্রা বেশি অনুভূত হচ্ছে।

তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।

AA
আরও পড়ুন