ঢাকাসহ সাত বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী অথবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাসহ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ সব তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি সেলিসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আবার কিছু কিছু জায়গায় কমতে পারে।
শনিবার (১৪ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল রংপুরের ডিমরা উপজেলার ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলাসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা ছিল একই বিভাগের তেঁতুলিয়া উপজেলায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।