বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৪২ পিএম

সারাদেশের অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা কথা জানানো হয়েছে। 

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে এ সব তথ্য জানিয়েছে আবহাওয়া বুলেটিনে।    

আবহাওয়া অফিস জানায়,  রংপুর, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম,  সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসময় দিন ও রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে। 

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর ঈশ্বরদীতে ৩৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের বান্দারবনে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলাসিয়াস। এই দিন সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৪৮ মিলিমিটার বলে আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে।  

RA/SN
আরও পড়ুন