ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চার দিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:৫১ পিএম

চারদিকে যখন গরমে হাঁসফাঁস করছে দেশ, তখন স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। প্রকাশিত পূর্বাভাসে চার দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে—মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি সম্পর্কিত এই পূর্বাভাস শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দেশের চারটি প্রধান বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্য চার বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার (২৮ জুন) দেশের পূর্বাঞ্চলীয় বিভাগগুলোতে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে পশ্চিমাঞ্চলের বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

রোববার (২৯ জুন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা।

সোমবার (৩০ জুন) রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় বৃষ্টি থাকতে পারে।

AHA
আরও পড়ুন