সাগরে শক্তি বাড়াচ্ছে মন্থা, ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। এ নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

‘মন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আজ সন্ধ্যা অথবা রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

এ দিকে, ভারতের আবহাওয়া বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, যা বুধবারও অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে।

অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু এবং ওড়িশা প্রদেশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনটি রাজ্যে শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলের পর যেকোনো সময়ে ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া এলাকায় তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

MH/AHA
আরও পড়ুন