ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ আঘাত হানবে কোথায় 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

বঙ্গোপসাগর এখন বেশ বিক্ষুব্ধ। মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, যতই শক্তিশালী হোক না কেন ‘শেন-ইয়ার’র বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। একইভাবে বঙ্গোপসাগরের লঘুচাপটিও ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ বা ‘সেনিয়ার’ নামকরণ করেছে। ‘শেন-ইয়ার’ শব্দের বাংলা অর্থ ‘সিংহ’।

LH/FJ
আরও পড়ুন