ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা, স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক : অন্যান্য বছরের তুলনায় চলতি বছর মৌসুমের আগেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সে কারণে এই মৌসুমে অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ভেক্টর কন্ট্রোল ও মানুষের সচেতনতার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 
বুধবার (২৪ মে) বিকেলে জুমে যুক্ত হয়ে ‘ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অবহিতকরণ’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা নাজমুল ইসলাম। 

ডা নাজমুল ইসলাম বলেন, ২০১৯ সালে দেশে ডেঙ্গুর একটি বিশেষ পরিস্থিতি ছিলো। ২০২০ সালে কোভিডের কারণে ডেঙ্গু রোগী কম ছিলো। গত বছর ডেঙ্গু রোগী আবার বেড়েছে। তবে এ বছরের ৫ মাসে যত রোগী ডেঙ্গুতে আক্রান্ত ও মারা গেছে বিগত বছরগুলোতে এই সময় কখনো এতো রোগী হয়নি। তাই ডেঙ্গু মোকাবেলায় এখনি সতর্ক হতে হবে।
 
তিনি আরো বলেন, আমরা দুই সিটি করপোরেশনের সাথে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে কাজ করছি। ভেক্টর কন্ট্রোলে এখন জোর দিতে হবে। পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। জমা পানি ফেলে দিতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ও সতর্ক থাকলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলো ৩৫২ জন। কোন মৃত্যু ছিলোনা। তবে চলতি বছর এখনো মে মাস শেষ হয়নি ডেঙ্গু আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ ও মারা গেছেন ১৩ জন।
 
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে।

TR