চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে বললেন স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি রোগ প্রতিরোধে মনোযোগ না দেওয়া হয়, তবে সারা দেশকে হাসপাতাল বানালেও মানুষের জায়গা হবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। এসডিজিতে (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিলো আমরা সেখান থেকে পিছিয়ে আছি। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে দল, মত নির্বিশেষে আমরা যেন এ কাজগুলোকে এগিয়ে নিতে পারি।’  

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন  দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি এসএম আবু তৈয়ব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম নগরীর  লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।

NB/AHA