ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৪, ০২:৪৭ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গুর জরুরি পরিস্থিতিতে চিকিৎসার প্রধান উপকরণ শিরায় দেয়ার স্যালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করলে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গুতে মাকে হারিয়েছি। আমি কাজ করব, যাতে আর কারো মা এতে মারা না যায়। সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। মশা নির্মূলে সবাই এক সঙ্গে কাজ করবে। 

তিনি আরো বলেন, আমি নির্দেশনা দিয়েছি। যাতে ডেঙ্গুকালীন কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয়। এছাড়া হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করা হচ্ছে। যাতে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়।

আর ডেঙ্গু ঢাকা শহরের বাইরে সারাদেশে ছড়িয়ে পড়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এ বছর নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।

MB/FI
আরও পড়ুন