ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বাস্থ্য সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন খোরশেদ আলম

আপডেট : ১৯ মে ২০২৫, ০৯:৩৩ পিএম

অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলমকে সচিব পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করবেন। 

সোমবার (১৯ মে) থেকে আগামী ২৭ মে পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

গত ১৫ মে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছিল।

ওই অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান আগামী ১৯ থেকে ২৭ মে সরকারি কাজে সুইজারল্যান্ডে অবস্থান করবেন। সচিবের বিদেশ সফরকালীন বা দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত এ বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো. খোরশেদ আলম সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

Raj/FJ
আরও পড়ুন