ঢাকা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পরীক্ষা ছাড়াই ৬৫ চিকিৎসক নিয়োগ: অভিযোগ ডা. খালিদুজ্জামানের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম

ঢাকা শিশু হাসপাতালে কোনো সার্কুলার বা পরীক্ষা ছাড়াই ৬৫ জন চিকিৎসক অবৈধ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসক ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের চত্বরে সচেতন চিকিৎসক ও ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধনে তিনি এ অভিযোগ তুলেন। 

তিনি বলেছেন, এই নিয়োগ হয়েছে রাতের অন্ধকারে। এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও এমন নিয়োগ হয়নি।

ডা. খালিদুজ্জামান বলেন, লোকচক্ষুর আড়ালে এই নিয়োগ হয়েছে। কোনো সার্কুলার বা নিয়োগ পরীক্ষার তোয়াক্কা করা হয়নি। এখানে যতজন আবেদন করেছে, ততজনকেই নিয়োগ দেওয়া হয়েছে। সেটাও হয়েছে অন্ধকারে।

তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে বিশেষ পরিস্থিতিতে সরাসরি নিয়োগ হতে পারে। কিন্তু সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমন নিয়োগ আইনসম্মত নয়। এটি পুরোপুরি অনিয়ম।

নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে কি না— এমন প্রশ্নের জবাবে ডা. খালিদুজ্জামান বলেন, যদি পেছনের টেবিলে লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়, তাহলে সেখানে অবশ্যই যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে। যারা যোগ্য, তারা পরীক্ষার মাধ্যমে এই পদে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এই ৬৫ জনকে কোনো পরীক্ষা বা যাচাই-বাছাই ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, বাংলাদেশ শিশু হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ছাড়া এভাবে নিয়োগ হওয়া খুবই হতাশাজনক। এটি অনেকটা কোটাভিত্তিক নিয়োগের মতো। আমরা চাই, আমাদের সম্মানিত শিক্ষকরা যেন এ বিষয়ে বিবেচনা করেন এবং চিকিৎসক নিয়োগে মেধাকেই গুরুত্ব দেন।

চিকিৎসকরা দাবি করেন, শিশু হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে স্বচ্ছভাবে চিকিৎসক নিয়োগ হওয়া উচিত। তারা এই নিয়োগ বাতিল করে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানান।

AHA
আরও পড়ুন