ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যেসব পদে জনবল নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ এএম

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পেট্রোলিয়াম বা খনিজ অনুসন্ধান, উন্নয়ন, গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এবং গবেষণা কাজে অন্যূন ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের জার্নালে অন্যূন দুটি স্ট্যান্ডার্ড টেকনিক্যাল অথবা বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশনা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। তবে উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও)

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। 

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। 

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ও বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা। এবং হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইট ক্লিক করে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ ১৯ মার্চ ২০২৪।

MB/FI
আরও পড়ুন