ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

তেলাপোকা রোগজীবাণু ছড়ায়। তেলাপোকা থেকে মুক্তি পাওয়া জরুরি। তা করতে গিয়েই বাজার চলতি নানা রাসায়নিক ব্যবহার করেন অনেকেই। যা কিন্তু আরশোলার থেকেও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে তেলাপোকা তাড়ান। কী ভাবে? জেনে নিন-

নিমতেল 

বাড়ি থেকে তেলাপোকা দূর করতে ব্যবহার করতে পারেন নিমতেল। একটি স্প্রে বোতলে পানি ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনে, সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন, তেলাপোকাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচকানাচে।

লেবু ও মিন্ট অয়েল 

একটি বোতলে পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের আনাচকানাচে। পানির সঙ্গে মিন্ট অয়েল মিশিয়ে নিলেও কাজ হবে। এই গন্ধ তেলাপোকার পছন্দ করে না।

বিশেষ তরল

তেলাপোকা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক তেলাপোকানাশক তরল। একটি পাত্রে বেশ খানিকটা পানি গরম করে তাতে এক মুঠো লবঙ্গ দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে দিন ভাল করে। বুদবুদ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে ফেলে দিন তেজপাতার কুচি।

SN
আরও পড়ুন