হীরার গহনা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অন্যান্য যে কোনো গহনার সঙ্গে হীরার পার্থক্য হল, এটি পৃথিবীর কঠিনতম প্রাকৃতিক উপাদান। কাজেই অন্য কোনো ধাতু বা পাথরের পক্ষে এটিকে ক্ষয় করা সম্ভব নয়। কেবল একটি হীরক খণ্ডই অপর একটি হীরক খণ্ড কাটতে পারে।

হাতে পরে থাকা হীরার আংটি ময়লা কিংবা ঘামে অপরিচ্ছন্ন হয়ে যেতেই পারে। কিন্তু সাধারণ গহনার মতো করে এটিকে পরিষ্কার করা ঠিক নয়। তা ছাড়া যদি কোনোভাবে এক টুকরো হীরা কোথাও আংটি থেকে খুলে হারিয়ে যায়, তা হলেও কপাল চাপড়ানো ছাড়া উপায় থাকবে না। তাই এই গহনা পরিষ্কার করতে নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে চলুন।
১। হীরার উজ্জ্বলতা এতটাই বেশি যে ঘরোয়া উপকরণ দিয়েই পরিষ্কার করা সম্ভব। প্রথমে চার কাপ পানি এক চা চামচের সমান মৃদু মাত্রার বাসন মাজার সাবান গুলে নিতে হবে।

২। মিশ্রণটি ভাল করে নাড়িয়ে নিন, ফেনা হয়ে এলে ওই পাত্রে আংটি কিংবা গহনা মিনিট কুড়ির জন্য ডুবিয়ে রাখুন।
৩। ২০ মিনিট পর গয়নাটি পানি থেকে তুলে, একটি নরম দাঁত মাজার ব্রাশ দিয়ে অল্প অল্প করে ঘষে তুলে ফেলুন ময়লা।

৪। নরম কাপড় দিয়েও একই কাজ করা যেতে পারে। ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে আংটি কিংবা গয়নাটিকে পুনরায় সাবান পানিতে চুবিয়ে রাখুন।
৫। খানিকক্ষণ পর তুলে নিয়ে নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে আপনার প্রিয় হীরার আংটি।
