বিয়ে, ঈদ, পূজা বা বিশেষ কোনো অনুষ্ঠানে সাজগোজ মানেই পছন্দের পোশাকের সঙ্গে মানানসই গয়না। বর্তমানে পুরনো গয়নার ট্রেন্ড বেশ জনপ্রিয়। তবে পুরনো গয়নায় কালচে ভাব বা ধুলোময়লা জমে যাওয়ার কারণে অনেক সময় তা নতুনের মতো চকচক করে না। ধাতু অনুযায়ী সঠিক যত্ন নিলে গয়নাকে নতুনের মতো উজ্জ্বল রাখা সম্ভব।
সোনার গয়না পরিষ্কার
উষ্ণ পানিতে কয়েক ফোঁটা তরল ডিটারজেন্ট মিশিয়ে সোনার গয়নাগুলো ডুবিয়ে রাখুন। নরম টুথব্রাশ দিয়ে হালকা ঘষলে তা চকচক করবে। খুব ময়লা বা কালো হলে বেকিং সোডা ও তরল সাবান মিশিয়ে পাঁচ মিনিট রাখুন, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
রূপার গয়না পরিষ্কার
ঈষদুষ্ণ পানিতে বেকিং সোডা মিশিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর রূপার গয়নাগুলো রাখুন। মিশ্রণটি ঢেলে ৩০ মিনিট রেখে হালকা ঘষে পরিষ্কার করুন।
মুক্তোর গয়না যত্ন
হালকা গয়নার জন্য মুক্তো নিখুঁত। ঈষদুষ্ণ পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নরম ব্রাশ দিয়ে মুক্তোর গয়না ধীরে ধীরে পরিষ্কার করুন। মুক্তোকে পানিতে দীর্ঘসময় ভিজিয়ে রাখবেন না।
হিরের গয়না পরিষ্কার
চার কাপ পানিতে এক চা চামচ ক্ষারমুক্ত শ্যাম্পু গুলে হিরের গয়নাকে ডুবিয়ে রাখুন। নরম ব্রাশ দিয়ে হালকা ঘষে পরিষ্কার করুন। শেষমেশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে নিলেই হিরের গয়না নতুনের মতো উজ্জ্বল হবে।
এই সহজ পদ্ধতিতে ধাতু অনুযায়ী নিয়মিত যত্ন নিলে পুরনো গয়নাকেও নতুনের মতো ঝকঝকে রাখা সম্ভব।




ডিভোর্সের হার যেসব পেশায় বেশি