ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সম্পর্কে জটিলতা এড়াতে সতর্ক হোন 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

সম্পর্ক মানেই সবসময় মসৃণ পথ চলা নয়, মাঝে মাঝে মনোমালিন্য বা বিবাদ আসতেই পারে। সময়ের সঙ্গে সম্পর্ক গভীর হলেও, নিজেদের অজান্তেই কিছু ভুল অভ্যাস সম্পর্কের সমীকরণকে জটিল করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাধারণ ভুলগুলো সম্পর্কে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সম্পর্কের বাঁধন মজবুত রাখতে কোন ভুলগুলো সম্পর্কে সতর্ক হবেন, তা জেনে নিন।

হঠাৎ অনুভূতি প্রকাশ

সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলায়। প্রথমদিকে সারাদিন কথা হলেও ব্যস্ততা বাড়লে তা কমে আসে। সমস্যা তখনই বাড়ে, যখন শুধুমাত্র কোনো বড় সমস্যা দেখা দিলেই বা জটিল মুহূর্তে একে অপরের কাছে নিজের অনুভূতি প্রকাশ করা হয়। নিয়মিত যোগাযোগ বা মনের কথা না বলে কেবল সংকটের সময় মন খুলে কথা বলা সম্পর্ককে নিমেষে নষ্ট করে দিতে পারে।

এক-শব্দের সংক্ষিপ্ত উত্তর

সঙ্গী হয়তো অভিমানে বা প্রয়োজনে আপনাকে একটি দীর্ঘ বার্তা পাঠিয়েছেন। এর উত্তরে 'ওকে', 'হুম' বা এমন এক-শব্দের খুব সংক্ষিপ্ত উত্তর দেওয়া সঙ্গীর কাছে একটি ভুল বার্তা পৌঁছায়। এই সংক্ষিপ্ততা বোঝাতে পারে যে আপনি তার অনুভূতি বা বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না।

সঙ্গীর কথা না শুনেই নিজের কথা বলা

আলোচনার সময় সঙ্গীর কথা আগে মন দিয়ে শোনা জরুরি। অনেকেই আছেন যারা অপর পাশের মানুষটি কী বলছেন, তা না শুনেই নিজের বক্তব্য শুরু করে দেন। এটি একদমই ঠিক নয়। অপর পাশের মানুষকে মন খুলে কথা বলার সুযোগ দিন এবং তার বক্তব্যকে সম্মান জানান।

বিবাদে পুরোনো প্রসঙ্গ টেনে আনা

অশান্তি যেকোনো সম্পর্কের অংশ। তবে অনেকেই যেকোনো বিবাদ বা মনোমালিন্যের সময় পুরোনো দিনের অপ্রীতিকর ঘটনা বা প্রসঙ্গ টেনে আনেন। এই অভ্যাস বর্তমান অশান্তিকে আরও চরমে নিয়ে যায় এবং সমাধান কঠিন করে তোলে।

সঙ্গীকে মুখ ফুটে কিছু না বলা

অনেকেই মনে করেন, মুখ ফুটে কিছু না বললেও সঙ্গী সব বুঝে নেবেন। কিন্তু সঙ্গী যখন তা বুঝতে পারেন না, তখন তারা ভেঙে পড়েন এবং মনে অভিমানের পাহাড় তৈরি করেন। মুখ বুজে থাকা এই অভ্যাস একটা সময়ের পর সম্পর্কে অযথা দূরত্ব সৃষ্টি করে।

সব ঝগড়ায় জেতার চেষ্টা

সব ঝগড়ায় আপনিই জয়ী হবেন, এমনটা নাও হতে পারে। তবুও বেশিরভাগ মানুষই এটা মানতে পারেন না এবং সঙ্গীর সঙ্গে বিবাদ হলেও যেকোনো মূল্যে জেতার চেষ্টা করেন। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এই একগুঁয়ে জেতার চেষ্টা অভ্যাসটি অত্যন্ত ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে জটিলতা কমাতে হলে এই অভ্যাসগুলো চিহ্নিত করে তা এড়িয়ে চলতে হবে। পারস্পরিক সম্মান, ধৈর্য এবং সঠিক আলোচনার মাধ্যমেই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী ও প্রাণবন্ত রাখা সম্ভব।

NB/FJ
আরও পড়ুন