বর্ষাকালে বারান্দা রাঙানোর জন্য কিছু ফুল গাছের মধ্যে দোপাটি, মর্নিং গ্লোরি, বেলি, জুঁই, রেইন লিলি, এবং বিভিন্ন রঙের জবা ফুল অন্যতম। এই ফুলগুলো বর্ষার পরিবেশে বেশ মানানসই এবং বারান্দাকে আকর্ষণীয় করে তোলে।
বর্ষায় বাতাসে আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। এই সময় বারান্দায় লাগাতে পারেন সুগন্ধি ফুল। কারণ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফুটতে থাকে নানা রঙের ফুল। বর্ষায় আপনার ফুলের বাগানকে করে তুলবে রঙিন। এই পর্বে রইল আপনার ঘরের ছোট্ট ব্যালকনিকে রঙিন ফুলে ভরিয়ে তোলার টিপস।
দোপাটি: দোপাটিও বর্ষার ফুল। গোলাপি, লাল, বেগুনি, আকাশি, নীল, কমলা, সাদাসহ আরও কয়েক রঙের দোপাটির দেখা মেলে। একাধিক জাতের দোপাটি গাছ দেখা যায়। অবশ্য শুধু বর্ষাতেই নয়, এই ফুলটি গ্রীষ্মকালেও ফোটে। মে-জুন মাসে লাগালে বর্ষায় ভালো ফুল পাওয়া যায়। এদিকে টবেও লাগানো যায় এই গাছ। তবে ছোট জাতের দোপাটিগুলো বেশি ভালো হবে।
চাঁপা ফুল: সাদা রঙের চাঁপা ফুলের সুগন্ধ নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না। ফুলটি দেখতে যেমন সুন্দর, গন্ধও অসাধারণ। সন্ধ্যায় সাদা ফুল ভর্তি গাছগুলো দেখতে দারুণ লাগে। চাঁপা গাছের বনসাই পাওয়া যায়। সেগুলো দেখতে সুন্দর হলেও ফুল কম ধরে। এর সুবিধা হল টবের আকার অনুযায়ী গাছটি বড় হয়। তাই ব্যালকনির বাগানে রাখতেই পারেন চাঁপা ফুলের গাছ।
স্পাইডার লিলি: সাদা রঙের সুগন্ধি ফুল স্পাইডার লিলিকে দেখতে অনেকটা মাকড়সার জালের মতো। স্পাইডার লিলি ঝোপের মতো হয়। ফুলগুলো একটি বৃন্ত থেকে মাকড়সার জালের মতো চারপাশে পাপড়ি ছড়ায়। পাতাগুলো লম্বা। এর গন্ধ বড় মিষ্টি। টবে লাগিয়ে দিলে স্পাইডার লিলির ঝোপ বড় হতে খুব বেশিদিন সময় লাগে না।
জুঁই ফুল: সাদা রঙ এবং অপূর্ব সুবাসের জন্য বিখ্যাত জুঁই ফুল। বর্ষাকালে ফুলে ভরে যায় এই গাছ। বৃষ্টিতে ফুলের সুগন্ধও যেন বাড়তে থাকে। বাগানের টবে জুঁই গাছ রাখলে ফুলের গন্ধে ঘর মাতোয়ারা হয়ে যায়। তবে জুঁই গাছের যত্নও নিতে হয়।
রেইন লিলি: বর্ষা থেকে শুরু করে শরৎকাল অবধি রেইন লিলি ফোটে। আমাদের দেশের বেশিরভাগ রেইন লিলিই বিদেশি প্রজাতির। রেইন লিলিকে অনেকেই ঘাস ফুল, পেঁয়াজ ফুল, রসুন ফুল নামে চেনেন। লাল, গোলাপি, হলদেটে, সাদা ইত্যাদি রঙের রেইন লিলি দেখা যায়। বারান্দায় বা ছাদের বাগানে এই গাছগুলি খুব সুন্দর দেখতে লাগে।
গাঁদা: প্রায় সারা বছরই গাঁদা ফুল ফোটে। তবে ঋতু ভেদে ভিন্ন ভিন্ন প্রজাতির গাঁদা ফুটতে দেখা যায়। বর্ষায় গাঁদা ফুল দারুণ উজ্জ্বল হয়ে ওঠে। গাঁদা ফুল চাষ করতে খুব বেশি পরিশ্রমও করতে হয় না। কমলা, হলুদ, বাদামি রঙের গাঁদা গাছগুলো দীর্ঘজীবীও। তাই গাঁদা গাছ দিয়েই সাধের ব্যালকনি সাজিয়ে তুলতে পারেন।