অনলাইনে কেনাকাটা করেন? জেনে নিন কিছু টিপস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম

সময় স্বল্পতার কারণে আমরা আজ অনেকটাই প্রযুক্তি নির্ভর। এর বড় একটা উদাহরণ হলো- অনলাইনে কেনাকাটা। অনলাইনে পছন্দের পণ্যটি দোরগোড়ায় পাওয়া যাচ্ছে খুব সহজেই। তবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কিছু দিক বিবেচনা করতে হবে। তা না হলে অনেক সময় ঠকে যাওয়া বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। কীভাবে নিরাপদে অনলাইনে কেনাকাটা করবেন, তার কিছু টিপস জেনে নিন।

পাবলিক ওয়াইফাই কে না বলুন: অনলাইন থেকে পণ্য অর্ডার করার সময় পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। এছাড়া আপনি যে ডিভাইস বা কম্পিউটার থেকে অনলাইন পণ্য অর্ডার করবেন, তাতে একটি নিরাপদ সংযোগ ব্যবহার করুন। যেন আপনার আর্থিক তথ্য এবং পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনার কম্পিউটারে ফায়ারওয়াল চালু রয়েছে- এ ব্যাপারে নিশ্চিত হোন। অনলাইনে কেনাকাটার সময় ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করলে এটিকে এনক্রিপ্ট করে নিন। এতে আপনার প্রয়োজনীয় তথ্য কেউ সংগ্রহ করতে পারবে না। কেবল টেলিফোন নম্বর এবং ই-মেইল আদান-প্রদান করুন। অন্যথায়, অন্য কোনো তথ্য যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশের গোপণ নম্বর চাইলে, তা যথা সম্ভব পরিহার করুন।

নিরাপদ বা পরিচিত ওয়েবসাইট থেকে কিনুন: অনলাইনে এমন অনেক পেজ রয়েছে যেগুলোর নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। আপনি যে সাইট থেকে পণ্য অর্ডার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, সে সাইট থেকে আপনার পরিচিত কেউ কখনো কিছু কিনেছে কি না, তা জানার চেষ্টা করুন।  

বিভিন্ন অফার এড়িয়ে চলুন: অনেক সময় অনলাইনে বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিয়ে থাকে। পণ্য ক্রয় করার সময় পণ্যটির গুণগত মান ঠিক রয়েছে কি না এবং আপনার পছন্দের পণ্যটি আসলেও ব্র্যান্ডের কি না, তা খেয়াল রাখুন।
 
গুগলে সার্চ করে নিন: সাধারণত বিশ্বস্ত ওয়েবসাইটগুলোকে গুগল তাদের প্রথম পেজে রাখে। পণ্য অর্ডার করার আগে গুগলে সে সাইটটির অবস্থান দেখে নিন। পেজটির ডেসক্রিপশন ভালোভাবে পড়ে নিন। কারণ কপি এবং পেস্ট করা পণ্যগুলোর সঠিক বিবরণ দেওয়া থাকে না। সেই সঙ্গে রিভিউগুলো যাচাই করুন।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: অনেক সাইট থেকে কেনাকাটার সময় আপনাকে পুনরায় নতুন করে একটি অ্যাকাউন্ট করতে বলা হতে পারে। এক্ষেত্রে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন।

ডেলিভারির সঠিক সময় জেনে নিন: পণ্য অর্ডার করার সময় ডেলিভারি হতে ঠিক কতদিন সময় লাগবে, সে সম্পর্কে জেনে নিন। তা না হলে, হয়তো এমন সময় ডেলিভারি হলো, দেখা গেল যে আপনি সে সময়টাতে বাসায় নেই।

রিটার্ন পলিসি আছে কি না, দেখে নিন: ক্যামেরার গুণে অনেক পণ্যই খুব আর্কষণীয় দেখা যায় বটে। এমতাবস্থায় পেজটির মডারেটরদের সঙ্গে কথা বলে নিশ্চিত হবেন, পণ্য হাতে পাওয়ার পর আপনার পছন্দসই না হলে তা যেন কোনো বাকবিতণ্ডা না করেই ফেরত দিতে পারেন- এ ব্যাপারে অবগত থাকুন। ওয়ারেন্টি নিয়েও তৎপর থাকুন।

কীভাবে জানবেন, সাইটটি নিরাপদ কি না? শপিং সাইটের ঠিকানা “https:” দিয়ে শুরু কি না, তা খেয়াল রাখুন। মনে রাখবেন,  “http:”- নয়। “https:”- এর সাথে থাকা ছোট্ট ‘s’ দিয়ে বুঝা যায় ওয়েবসাইটটি সুরক্ষিত। 

IL/FI