বসুন্ধরায় নতুন সাজে দেশীদশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ এএম

দেশীয় পোশাকের সৃজনশীল দশটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ দেশীদশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল চারে নতুন সাজে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।

স্বনামধন্য ১০টি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে-ক্রাফট, অঞ্জন্স, রঙ বাংলাদেশ, বাংলারমেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি-এর সম্মিলিত উদ্যোগ দেশীদশ। নব সাজের দেশীদশ উদ্বোধন করেন দেশের দেশবরেণ্য শিল্পী হাশেম খান।

অনুষ্ঠানে দেশীদশের শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক আর ফ্যাশন শিল্পের অগ্রজ মানুষদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। দেশীদশের উদ্যোক্তারা দেশীয় ফ্যাশনশিল্প বিকাশে আগামীতেও একসঙ্গে কাজ করে এ অনন্য উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন www.facebook.com/deshidosh2009

FI