২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেলেও এদিন মানেই বাংলা ভাষার বিজয়ের গান। বিশ্বের সব ভাষার মানুষ এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে। বাঙালির প্রতিটা উৎসবকে ঘিরে বিশ্বরঙ তাদের কালেকশনে আনে বাহারি নকশার সমাহার। তেমনি ২১ ফেব্রুয়ারিকে ঘিরেও বিশ্বরঙের ফ্যাশনে এসেছে নানানরকম বৈচিত্র। এবারের কালেকশন সাজানো হয়েছে কালো আর সাদা রঙের আঙ্গিকে। পোশাক সজ্জায় বাংলা বর্ণমালা চেতনা ও নান্দনিকতার অনুষঙ্গ হয়ে উঠেছে।

পোশাকগুলোতে উন্নতমানের সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। বিশ্বরঙের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে শহীদ মিনার, বাংলা বর্ণমালাসহ বিভিন্ন জ্যামিতিক নকশা তুলে ধরা হয়েছে। টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদির মাধ্যমে করা হয়েছে একেকটা পোশাকের নকশা।
পোশাক সংক্রান্ত যেকোন তথ্য পেতে যোগাযোগ করুন ০১৮১৯২৫৭৭৬৮ এই নম্বরে।
ওয়েবসাইট : www.bishworang.com.bd
ফেইসবুক পেইজ : BISHWORANG
