ঈদে শপিং- এ কোথায় যাবেন

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:৫৭ এএম

ঘনিয়ে আসছে ঈদ। ঈদের কেনাকাটাও শুরু হয়েছে। ঈদে কেনাকাটার জন্য কিছু শপিং মল বা বিপণী বিতানগুলোতে বেশ ভীড় হতে দেখা যায়। তবে আপনার মূল্যবান সময় বাঁচাতে কোন শপিং মলে কি পাবেন তার টুকিটাকি কিছু জেনে নিন।

নিউমার্কেট ও আশেপাশের মার্কেট: শহরে যতোই ঝা-চকচকে শীতাতাপ নিয়ন্ত্রিত শপিং মল হোক না কেন নিউমার্কেটের বিকল্প নেই। এখানে পোশাক থেকে শুরু করে জুতা, গহনা এবং প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যায়। নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, নূরজাহান মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ইস্টার্ন মল্লিকা শপিং মলগুলোতেও আপনার পছন্দের পোশাকটি পেয়ে যেতে পারেন খুব সহজেই।

নিউমার্কেটের নিচতলায় শাড়ি এবং গহনা পাওয়া যাবে। পুরুষদের পোশাক মূলত মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায়। চাঁদনী চক এবং গাউসিয়া মার্কেটে মেয়েদের জন্য আনস্টিচ থ্রী-পিসের জন্য বিখ্যাত।

বেইলী রোড: শান্তিনগরে অবস্থিত বেইলী রোডে বেশ কয়েকটি দোকান এবং শপিং মল রয়েছে। স্থানীয় সব ব্র্যান্ড এবং ফ্যাশন হাউসের কয়েকটি আউটলেট ছাড়াও দেশী ফ্যাশন হাউস যেমন-অঞ্জনস, রঙ, সাদা-কালো, কে- ক্র্যাফট রয়েছে। বেইলী রোডে প্রচুর শাড়ির দোকান রয়েছে। বেইলী রোডে ইয়েলোর রয়েছে দুইটি আউটলেট। এছাড়া ঐতিহ্যবাহি টাঙ্গাইল শাড়ি কিনতে বেইলি রোড আসতেই হবে।

মৌচাক মার্কেট: মৌচাক মার্কেটের প্রথম তলায় গহনার মার্কেট, তৃতীয় তলায় থ্রী-পিস এবং শাড়ির দোকানগুলো রয়েছে। 

বসুন্ধরা সিটি: রমজানে যারা শপিং করতে এক শপিং মল থেকে অন্য শপিং মলে যেতে পারেন না, তাদের জন্য রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিকে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম বলা যেতে পারে। জুতা-মোজা থেকে শুরু করে গহনা, কি না পাওয়া যায় এখানে? বসুন্ধরার একই ছাদের নিচে ব্র্যান্ডের পোশাক, চশমা, শাড়ি, সালওয়ার স্যুটসহ ঘর সাজানোর আনুষাঙ্গিক জিনিসপত্র সব-ই পাওয়া যায় এখানে। এছাড়া এখানে দেশের নামকরা ফ্যাশনব্র্যান্ড এবং জুতোর শো রুমগুলো একসঙ্গ পেয়ে যাবেন।

যমুনা ফিউচার পার্ক: যমুনা ফিউচার পার্ক। যেখানে জনপ্রিয় প্রায় সব ব্র্যান্ডের আউটলেট রয়েছে। ঈদের কেনাকাটা করতে যমুনার প্রতিটি শো-রুমে ভিড় বাড়ছে। যমুনা দেশি-বিদেশি ব্র্যান্ডের এবং ট্রেন্ডি পোশাকের ক্ষেত্রে বেশ অত্যাধুনিক। এতে আড়ং, মেট্রো-ফ্যাশন, কে-ক্রাফট, টপ টেন মার্ট, জিন্স অ্যান্ড কোম্পানি, অঞ্জনস, বিগ বস, লা রিভ, আর্টিসান, প্লাস পয়েন্ট সহ বিভিন্ন আউটলেটে পোশাকের কালেকশন রয়েছে।

মিরপুরের শপিং মল এবং শপিং এরিয়া: মিরপুর এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের আউটলেট রয়েছে। সেকশন- ১ এ গোলচত্বরে মিলান, গ্রামীণ চেক, গ্রামীণ মেলা, পল্লীর মেলা, রং জোয়ে, চন্দ্র বিন্দু, লে রেভ, স্মার্টেক্স, কালারস, আম্বার লাইফস্টাইল, দর্জিবাড়ি, নাবিক লাইফস্টাইলসহ আরোও আউটলেট রয়েছে।

মিরপুর সেকশন ৬, সাড়ে ১১, এবং ১২ তে রয়েছে অনেক ফ্যাশন হাউস। জনপ্রিয় ফ্যাশন হাউস এক্সট্যাসি এবং আর্টিসানের শাখা- ১০ এবং সেকশন- ১১ তে রয়েছে। তাছাড়া সেকশন-১০ এ ক্যাটস আই- এর একটি আউটলেট রয়েছে। শাড়ির জন্য বিখ্যাত সেকশন- ১০ এর বেনারসি পল্লী বেশ জনপ্রিয়। সেকশন -১ এবং ১১ তে পাইকারি এবং খুচরা পোশাকের দোকান রয়েছে। 

এলিফেন্ট রোড: এলিফেন্ট রোডে বাটা এবং অ্যাপেক্সের মতো প্রচুর জুতার দোকান রয়েছে। পিঙ্ক সিটিতে গ্ল্যামারাস শাড়ী, ডিজাইনার সালওয়ার কামিজ সেট, পারফিউম, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়।

পুলিশ প্লাজা: পোলো শার্ট থেকে জুতা, ফোনের শো-রুম আনস্টিচ কামিজ, হিজাব বা অন্যান্য প্রসাধনী সামগ্রীসহ বিচিত্র ডিজাইনের পোশাক পুলিশ প্লাজাতে পাওয়া যায়। 

এছাড়া রূপায়ন শপিং স্কোয়ারে ড্রেসি ডল, প্রিয়ো, সেলিব্রেশন এবং আরো অন্যান্য জনপ্রিয় আউটলেটের পাশাপাশি বেশ কয়েকটি পুরুষদের ফ্যাশন স্টোর, মলি শপিং সেন্টার, বাটা জুতার দোকান রয়েছে।

SN/AST