ঈদের পাঞ্জাবিতে এগিয়ে হালকা রং

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:৩০ পিএম

ঈদের দিন সব বয়সী পুরুষের পোশাকে পাঞ্জাবি ছাড়া ভাবাই যায় না। বিশেষ করে ঈদের দিন সকালটা পাঞ্জাবির দখলেই থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ অন্য পোশাক বেছে নিলেও অনেকে পাঞ্জাবিতেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেন। তাই তো ছেলে-বুড়ো সবারই ঈদে অন্তত একটি নতুন পাঞ্জাবি চাই-ই চাই। 

রাজধানী পান্থপথের বসুন্ধরা সিটিতে দেশী দশ। নতুন আঙ্গিকে ফিরে এসেছে দেশের দশটি নামকরা প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ডের এই মেলবন্ধন। নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি-এই দশ মিলেই ’দেশী দশ’। এর পাশাপাশি রয়েছে আরো নানা ব্র্যান্ডের দোকান যারা নানা  ধরণের পাঞ্জাবি নিয়ে এসেছে ঈদে।

এবারের ঈদটা যেহেতু গ্রীষ্মকালে, স্বাভাবিকভাবেই গরম আবহাওয়া। তাই এবার হালকা রঙই বেশি প্রাধান্য পাচ্ছে। ঋতুর কথা মাথায় রেখে এ সময়ের পাঞ্জাবিতে রয়েছে সাদা, অলিভ, ক্রিম, হালকা ফিরোজা, আকাশি, ধূসর গোলাপি, পেস্ট, নীল, লালচে, মেরুন ও হলদে প্রভৃতি রঙের সমারোহ। এসব হালকা রঙের ব্যবহার পাঞ্জাবিতে বৈচিত্র্যও এনেছে।আবহাওয়ার যেমন পরিবর্তন হয়, তেমনি মানুষের রুচিরও পরিবর্তন হয়। পরিবর্তন হয় ফ্যাশনেরও। প্রতিবছরই পাঞ্জাবির কাট, লেন্থ, নকশা ও কারুকাজ পরিবর্তিত হয়। কখনও হালকা কাজের পাঞ্জাবি বেশ চলে, আবার কখনও চলে ভারি কাজের পাঞ্জাবি। কখনও লম্বায় ছোট পাঞ্জাবি আবার কখনও লম্বায় বড় পাঞ্জাবি চলে। কখনও কেবল হালকা রঙের পাঞ্জাবির ট্রেন্ড চলে, আবার কখনও হালকা রঙের পাশাপাশি গাঢ় ও উজ্জ্বল রঙের পাঞ্জাবিও গ্রহণযোগ্যতা পায়। 

ঈদ সামনে রেখে এবার কেমন পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে নিপুণ’-এর শিফট ইনচার্জ জানান- এবার ঈদ যেহেতু গরমকালে, তাই সুতি কাপড় ও হালকা রঙ বেছে নিয়েছেন। তারা অলিভ রঙকে বেশি প্রাধাণ্য দিয়েছেন বলেও জানান।

এবার ঈদ সামনে রেখে কেমন পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে ‘সাদা কালোর ম্যানেজার হাসান জানান, গরম মৌসুম বলে সাদা পাঞ্জাবিই ক্রেতারা বেশি কিনছেন।

অঞ্জন’সর কর্ণধার শাহীন আহমেদ জানান, এবারের ঈদ কালেকশনে সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিতে করা হয়েছে- এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট। 

এ বছর লা রিভসহ আরও কিছু ব্র্যান্ডের ঈদ ফ্যাশন শোতে দেখা যায়, শর্ট ও সেমি লং পাঞ্জাবির জয়জয়কার। মূলত হাঁটু পর্যন্ত লম্বা পাঞ্জাবিগুলো তরুণরা বেছে নিচ্ছেন। ফিটেট, সেমি ফিটেট, প্রিমিয়াম পাঞ্জাবি বেশি লক্ষ্য করা গেছে।

আর্টের ডিজাইনার হোসাইন ইমন জানান, পাঞ্জাবি সব সময় ট্রেন্ডি পোশাক। তবে এবার নতুন সংযোজন সিকোয়েন্সের পাঞ্জাবি। কটন, হাতের কাজ, কারচুপি, এমব্রয়ডারি সব ধরনের কাজের পাঞ্জাবি চলছে। তরুণদের কাছে স্ন্যাপ ও টপ বাটনের সলিড তথা একরঙা পাঞ্জাবি বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। 

হালকা ও ভারি কাজ দুই-ই প্রাধান্য পাচ্ছে। এটি নির্ভর করে ব্যক্তিত্ব ও রুচির ওপর। অফ হোয়াইট, বিস্কুট, হালকা কমলার পাশাপাশি গাঢ় রং প্রাধান্য পাচ্ছে। আড়ংয়ে এবারের ঈদে হালকা পিঙ্ক ও বেগুনি শেডের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে।

ব্যান্ড কলারের আধিপত্য:

একসময় গোল গলার পাঞ্জাবি বেশি দেখা যেত। এখন পাঞ্জাবিতে ব্যান্ড কলার ব্যবহার করা হচ্ছে। কলার ও কাফে বিভিন্ন ধরনের কারুকাজও থাকে। বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখা যায়, ব্যান্ড কলারের পাশাপাশি হাইনেক, কাবলি, গোল গলা, স্যাট কলারের পাঞ্জাবিও রয়েছে।

গরমে আরামদায়ক:

সারা বছরই গরমকে মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো পোশাক তৈরি করে থাকে। ঈদের পাঞ্জাবি তৈরিতেও বিভিন্ন ফ্যাশন হাউস  ব্যবহার করেছে সুতি, লিনেন, ভিসকস, চেলি ও ব্যাম্বো সিল্ক ফেব্রিক।

একরঙা পাঞ্জাবি:

সুলতান, হোলাগো, ব্লুচিজ, ব্যাঙ, ইলিয়েনসহ অনেক ফ্যাশন হাউসে একরঙা পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। একরঙা পাঞ্জাবিতে একই রঙের গলা ও হাতার পাশাপাশি ভিন্ন রঙের কাপড়ে জারদৌসি, এমব্রয়ডারি, কাঁথার ফোঁড়ের কাজ রয়েছে। প্রিন্টেট কলার ও হাতাও লক্ষ্য করা যায়।

দরদাম:

অঞ্জন’স, রঙ বাংলাদেশসহ দেশীদশের যে কোনো শোরুম থেকে পাঞ্জাবি ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আড়ং থেকে পাঞ্জাবি কেনা যাবে ২ হাজার ৫০০ থেকে শুরু করে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। লা রিভের পাঞ্জাবির দাম ১ হাজার ৮০০ থেকে ৮ হাজার টাকা। আর্ট লাইফস্টাইল, সুলতান ও ব্লুচিজ থেকে কেনা যাবে ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে।

SN/AST