ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাইডাস সেন্টারে উৎসবের শাড়ি মেলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড পটের বিবির আয়োজনে আজ ১৩ ও আগামীকাল ১৪ সেপ্টেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে হতে যাচ্ছে এক বিশেষ মেলা। দুই দিনের এই মেলায় অংশ নিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। দেশীয় উদ্যোক্তাদের মিলনমেলা আনন্দ উঠান। এখানে পাওয়া যাবে শাড়ি, গয়না, খাবার, হ্যান্ডলুম পণ্য, জুতাসহ গৃহস্থালি নানা পণ্য। শুক্রবার সকাল এগারটায় মেলা শুরু হবে। 

মেলায় অংশ নিচ্ছে মোট ৩২টি প্রতিষ্ঠান। যার মধ্যে আছে পটের বিবি, শাড়িকথন, সুতলি, তেরো পার্বণ, ঋ, মল্লিকা, কালিন্দী, দেশী বুনন, গথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তানাস, নয়া, খুঁত, বাঙুরি, আরুনিকা, ক্যানভাস, এন’স কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকা বাক্স, দয়িতা, রংধনু ক্রিয়েশনস, মিন্ডালা ডট এম, দীঘল, শখের ডিব্বা, আটকুঠুরি নয় দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশা’স রোডব্লক এবং পৌরাণিক।

এ ছাড়া এই আয়োজনে থাকছে দুটি ডিক্লাটার কর্নার। এখানে থাকবে ঘরে জমে থাকা অব্যবহৃত কিন্তু ব্যবহারযোগ্য পণ্য, যা আপনার প্রয়োজন হলেই কিনে নিতে পারেন। টেকসই ফ্যাশনকে গুরুত্ব দিতেই এই ডিক্লাটার আয়োজন। ব্যবহারযোগ্য অনেক পোশাক ও গৃহস্থালি পণ্য অনেক সময় আমাদের ঘরে দীর্ঘদিন পড়ে থাকে, অন্যদের জন্য সেটি হয়তো প্রয়োজনীয়।

দেশীয় পণ্যের বৈচিত্র্যময় এই মেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে তৈরি নতুন শাড়ি, গয়না ও হ্যান্ডলুম পণ্য পাওয়া যাবে। দেশীয় উদ্যোক্তাদের সৃজনশীল লাইফস্টাইল পণ্যের এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। এই আয়োজনের অ্যাসোসিয়েটেড পার্টনার জীবনযাপনবিষয়ক পোর্টাল ‘হালফ্যাশন’। আর গিফট পার্টনার নুবা জাংশন, কালিন্দী ও সি ব্রিজ।

AHA/SM
আরও পড়ুন