একদিন আগেই পর্দা উঠেছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। তবে শুরুর দিনের তুলনায় দ্বিতীয় দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছুটির দিন থাকায় বইমেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দুপুরের পর নানা বয়সী মানুষ দলে দলে বইমেলায় আসতে শুরু করেছেন।

দুপুরে জুম্মা নামাজের পর সব বয়সী পাঠকরা মেলায় আসতে শুরু করে। নিজ নিজ পছন্দের বইগুলো কিনতে প্রকাশনীগুলোতে ভিড় করছেন তারা।
ঢাকা কলেজ থেকে আগত তুষার ইমরান নামে এক দর্শনার্থী বলেন, মেলায় অনেক কবি সাহিত্যিকের দেখা হয়। ভালোই লাগে। বই কেনার পাশাপাশি দেশের গণ্যমান্য ব্যক্তিদের দেখতেই মেলায় আসা। মেলায় বন্ধুরা মিলে একটা আড্ডা হলো।

মেলায় প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেককে তল্লাশি করায় এদিন দুপুরের বাংলা একাডেমী ও সোহরওয়ার্দী উদ্যানের আর্চওয়ের গেটে বইপ্রেমীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে প্রাণের মেলায় ঢুকতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই দর্শনার্থীদের।

খাদিজা ইসলাম পুষ্প নামক আরেক দর্শনার্থী বলেন, এতো নিরাপত্তা সব আমাদের জন্যেই। তাই ক্লান্ত হওয়ার কিছু নেই। আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করলেই বরং নিরাপদে চলাফেরা করতে পারবো। আর যেখানে লোক সমাগম বেশি সেখানে একটু নিরাপত্তা তো দিতেই হবে। এটা ঝামেলার না, আমাদের নিরাপত্তার জন্য করা হয়েছে।
