ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বইমেলায় দর্শনার্থীদের ভিড়, বিক্রি নিয়ে শঙ্কা

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:২০ পিএম

মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার কারণে বিগত বছরগুলো থেকে এবার অমর একুশে বইমেলায় লোকসমাগম বেশ ভালোই লক্ষ করা যাচ্ছে। তবে লোকসমাগম থাকলেও মেলায় বই ক্রেতা তেমন নেই বলে জানিয়েছেন প্রকাশনী ও বিক্রেতারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মেলার আগের দিনে শুক্রবার ছুটির দিন থাকায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। ছুটির দ্বিতীয় দিনেও শনিবার মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা গেলেও বিক্রয়কর্মীরা জানান, সবাই বই হাতে নিয়ে দেখলেও কিনছে কম। মেলায় ঘোরার উদ্দেশ্যেই ৮৫ শতাংশ দর্শনার্থীর আগমন। আগতদের সবাই আড্ডায় ব্যস্ত থাকে। আবার কেউ কেউ বই হাতে নিয়ে সেলফি তুলে বই না কিনে রেখে চলে যান।

ছবি: আল-আমিন শিবলী

দেশে গত এক বছরের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্বল্প আয়ের মানুষ। এমতাবস্থায় এই বাড়তি খরচের বাজারে মানুষের দৈনন্দিন ব্যয় মিটিয়ে তারপর বই কেনার সামর্থ্য নিয়ে তারা চিন্তিত। ফলে লোকসমাগম বেশি হলেও মেলার বাকি দিনগুলোতে বই বিক্রি নিয়ে শঙ্কা আরও বাড়তে পারে বলেও মত প্রকাশ করেছেন অধিকাংশ বই বিক্রেতা।

বন্ধুদের নিয়ে মেলায় আগত তিতুমীর কলেজের শিক্ষার্থী মীর মোহাম্মদ খোকন খবর সংযোগকে বলেন, মূলত বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। বই কেনার ইচ্ছা থাকলেও হাতে টাকা নেই। রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা শাওন ভূইয়া জানান, খুবই কাটছাঁট করে হিসাব-নিকাশ করে চলতে হচ্ছে। প্রতি মাসেই ধার করতে হয়। জিনিসপত্রের যে দাম, বাজারে গেলে নাভিশ্বাস অবস্থা। আয়ের সাথে ব্যয় সংকুলান হচ্ছে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মেলায় এসেও বই কিনতে পারছি না।

ছবি: আল-আমিন শিবলী

মা সেরা প্রকাশনের মালিক দেওয়ান মাসুদা সুলতানা খবর সংযোগকে বলেন, এবার মেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও বই ক্রেতা তেমন পাওয়া যাচ্ছে না। নিত্যপণ্যের পাশাপাশি কাগজ ও কালির দাম বেড়েছে। তাই বইয়ের মূল্য বেশি হওয়ায় তুলনামূলক কম বিক্রি হচ্ছে।

ইনভেলাপ পাবলিকেশন্সের মালিক হাসনাইন ইকবাল বলেন, এখনও মেলায় বই বিক্রি ভালোভাবে শুরু হয়নি। এখন ক্রেতার চেয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা বেশি। তবে আল্লাহ পাক ভালো জানে মেলার বাকি দিনগুলো কেমন কাটবে।

ছবি: আল-আমিন শিবলী

৪০ নম্বর স্টলের এক বিক্রয়কর্মী বলেন, গত বছরের তুলনায় এ বছর বইয়ের দাম দ্বিগুণ হয়েছে। বাজারে সব কিছুর দাম যেহেতু বেশি, সেহেতু বইয়ের দামটাও থেমে নেই। তাই যেমন চাহিদার তুলনায় নিত্যপণ্য কম কিনতে হয়, ঠিক তেমনই বইয়ের দাম বেশি হওয়ায় মানুষ চাহিদার তুলনায় কম বই কিনছেন। নিত্যপণ্যের দাম বাড়ায় এই প্রভাবটা এবার বইমেলায়ও পড়বে বলে আমার মনে হচ্ছে।

AS/WA
আরও পড়ুন