ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তৃতীয় শুক্রবার

বইমেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:২১ পিএম

চলছে প্রাণের বইমেলা। এবারের মেলা নিয়ে যেমন উৎসাহ দেখা যাচ্ছে পাঠকদের মধ্যে, তেমনি উদ্দীপনা কাজ করছে লেখকদের মধ্যে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বইমেলায় বেশ ভিড় লক্ষ করা গেছে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি।

সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। কেউ বই কিনছেন, কেউ দেখছেন, কেউ ছবি তুলছেন আর কেউ বা মেলায় ঘুরে বেড়াচ্ছেন। কয়েকটি স্টলের বিক্রেতারা জানান, বই বিক্রি কম, তবে শেষদিকে বই বিক্রি বাড়বে। এখন অধিকাংশই বই দেখে চলে যাচ্ছেন, কিনছেন কম। তবে সন্ধ্যার পর বই বিক্রি ভালো হবে বলে মনে করছেন তারা।

বইমেলায় আগত ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিমা বলেন, এবারের বইমেলা অন্যান্যবারের চেয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। ইডেন কলেজের ছাত্রী হিসেবে প্রতিদিনই প্রায় বইমেলায় আসা হয়। প্রতিদিনই যেন বইমেলার নতুন রূপ চোখে পড়ে।

মেলার তৃতীয় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ছোটদের জন্য শিশুপ্রহরের আয়োজন করে বাংলা একাডেমি। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই বিশেষ আয়োজন। এ সময় শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সিসিমপুরের ‘লাইভ শো’। এ ছাড়া অমর একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কনসহ অন্যান্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

সকাল থেকেই শিশু চত্বর জুড়ে ছিল শিশুদের আনাগোনা। বাবা-মা কিংবা অভিভাবকদের হাত ধরে মেলায় এসেছে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা। শিশু চত্বরের মঞ্চে লাফালাফি করছে অসংখ্য শিশু। 

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর থেকে মেলায় আগত প্রথম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা আজাদ বলেন, বাবার সঙ্গে বইমেলা দেখতে এসেছি। অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে হালুম।

AS/WA
আরও পড়ুন