প্রকাশিত হলো ইসরাফিল হোসাইন সম্পাদিত ‘মোহনা’র বৈশাখী সংখ্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:৫৫ এএম

ইসরাফিল হোসাইন সম্পাদিত ‘মোহনা’র বাংলা নববর্ষ সংখ্যা বৈশাখী প্রকাশিত হয়েছে। ‘মোহনা’র আগের সংখ‍্যাগুলো ছিলো ম‍্যাগাজিন সাইজ। এবারের নববর্ষ সংখ‍্যাটি থেকে ‘মোহনা’ রূপ পেলো  বই সাইজে।  এই সংখ্যায় সূচিবদ্ধ হয়েছেন ‘মোহনা’তে দেশবরেণ্য লেখক থেকে শুরু করে একেবারে অপরিচিত অখ‍্যাত লেখকও।
 
এবারের প্রাবন্ধিকের তালিকায় রয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবুজাফর শামসুদ্দীন, আবুল আহসান চৌধুরী, রকিবুল হাসান,  সঞ্জীব দ্রং, মাহমুদ শামসুল হক, মিশকাত রাসেল, গাজী আবু হানিফ, মুহাম্মদ নূর ইসলাম, মিশকাত রাসেল, মোহাম্মদ নূরুল হক ও নঈম শামীম খান। 

বৈশাখের একগুচ্ছ কবিতা ও ছড়া রয়েছে।  কবিতায় থাকা উল্লেখযোগ্য কয়েকজন হলেন, আবিদ আনোয়ার, রেজাউদ্দিন স্টালিন, তপন বাগচী, সোহেল মল্লিক প্রমুখ। ছোটগল্প রয়েছে তেরোটি। স্মৃতিকথা নিয়ে চমৎকার একটা অধ‍্যায় আছে। কাজল মালেক ও সেলিম মোল্লার স্মৃতিকথা হৃদয়গ্রাহী। নদীকথা নিয়ে লিখেছেন মুহাম্মদ মুনির হোসেন। এর সঙ্গে রয়েছে বই আলোচনা ও ভ্রমণকাহিনী। 

একেবারে পরিকল্পিতভাবে চমৎকার করে সাহিত‍্যের নানা দিক যত্ন ও গুরুত্বের সঙ্গে পত্রিকাটিতে স্থান দেওয়া হয়েছে।

আরও পড়ুন