বাজারে এলো মোহাম্মদ নূরুল হকের আত্মজৈবনিক রচনা ‘জীবনের যতিচিহ্নগুলো’। প্রকাশক: জলধি। শিল্পী রাফাত আহমেদ বাঁধনের স্কেচ অবলম্বনে প্রচ্ছদ করেছেন লিটন হালদার। বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।
বইটিতে লেখকের শৈশব-কৈশোরের ঘটনার ঘনঘটার বর্ণনা দেওয়া হলেও গ্রামীণ আবহে বেড়ে প্রত্যেকেরই শৈশব-কৈশোরের চিত্র পাওয়া যাবে এই বইয়ে। বইটিতে রয়েছে শিরোনামহীন ৫০ পর্ব। লেখকের জন্ম থেকে কলেজভর্তি পর্যন্ত সময়ের চিত্র রয়েছে এই বইয়ে।
প্রসঙ্গত, মোহাম্মদ নূরুল হক—কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক-ছোটকাগজ সম্পাদক। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম। পেশায় সাংবাদিক। তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। পেশাগত জীবনে কিছুদিন দৈনিক ইত্তেফাকে সাহিত্য পাতায় কাজ করেছেন। ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারাবাংলার বার্তা সম্পাাদক, রাইজিংবিডির বার্তা সম্পাদক, দৈনিক সময়ের আলো’র বার্তা সম্পাদক, ইত্তেফাক-এর অনলাইন সেকশনের বার্তা সম্পাদক, ঢাকা বিজনেস-এর বার্তা সম্পাদক। বর্তমানে দৈনিক খবর সংযোগ-এর বার্তা সম্পাদক।
সম্পাদনা করছেন, সাহিত্যবিষয়ক ছোটকাগজ, মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০ থেকে ২০০৫) ও অনুপ্রাস (২০০১-২০০৫)।
প্রকাশিত কবিতার বই: মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান।
প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য; সমালোচকের দায়; অহঙ্কারের সীমানা ও অন্যান্য; সাহিত্যের রাজনীতি; সমকালীন সাহিত্যচিন্তা; কবিতার সময় ও মনীষার দান; আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য; বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ; আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; বাক-স্বাধীনতার সীমারেখা; কথাসাহিত্যের চিন্তাসূত্র।
গল্পগ্রন্থ: নবাবের একদিন।
প্রবন্ধের জন্য পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ ও ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা।
