ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন কবির কবিতা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম

ডলার ডিগবাজি দেয় ॥ হেনরী স্বপন

লাল জবায় চিঠির বাক্স ভরে গেছে
তোমাকে আবার রোদ ঠেলে দেখতে ছুটেছি
ক্যাপসিকাম রঙের দোকানে।
চোখে কম দেখি বলে, চশমার কাঁচে ভেঙে ফেলি
অফিসার্স ক্লাবের মদের গ্লাস ছুড়ে—
ভদকার মতো ঢেলে দেই সূর্যমুখী রান্নার তেল;
রাশান বোমায় মমি ফাটে, ট্রাক্টরের চাকায়
চেঁচে ওঠে লেনিনের স্ট্যাচু…
ভাঙ্গাচোরা ডানা জাপ্টাচ্ছে বিধ্বস্ত বিমানের ভেঁপু
ধাতব মুদ্রার দাম ক্রমশই—
কাগজের মুদ্রায় বিবর্ণ হচ্ছে ঘামের দুর্গন্ধে,

আর বিশ্ববাজারে ডলারের দামে ডিগবাজি দেয় সার্কসের ভাঁড়।

উত্তর ॥ ফরিদা ইয়াসমিন সুমি

কে ভেবেছে,
এত ছোট কিছু চিরকালীন হয়?
ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু এত বিশাল হয়?
কে ভেবেছে অপেক্ষায় থেকেছি
এর জন্যেই?

কে জেনেছে চুম্বনেই মিলবে এত উত্তর!

কাক ॥ চাণক্য বাড়ৈ
কাক, আমিও তোমার মতো
এ শহরেরই বাসিন্দা
আমারও স্বপ্ন নেই--
ঘরহীন ভাবুকের মতো
আমিও টেনশন বিহীন--
এবং আমিও তোমার মতো
সর্বদা থাকি লালায়িত--
এ শহরেরই উচ্ছিষ্টের দিকে...

আরও পড়ুন