ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সত্যবিষয়ক উপকথা ॥ সৈয়দ ইশতিয়াক রেজা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

সত্য যে লিখেছিল
মরে গেলো সে মিথ্যার ভিড়ে
সে লিখেছিল সত্যের পাশে
কালির অক্ষরে দাঁড় করিয়েছিল ন্যায়
কিন্তু শহর চেয়েছিল মিথ্যে
অন্ধকার চেয়েছিল নীরবতা।

প্রতিটি বাক্য তার রক্তে লেখা
প্রতিটি সংবাদ তার হৃদয়ের ক্ষত
তবু জনতার কানে পৌঁছায়নি
শুধু ভয়ের ব্যবসায়ী, ক্ষমতার কোলাহল।

অবশেষে একদিন কলম নামালো
কাগজে নয়—নিজের জীবনের ভাঁজে
নদীতে ভেসে রইলো
চেনা ছকের এক খবরের শিরোনাম হয়ে।

সব পত্রিকা নীরব
টেলিভিশন ভরা তুচ্ছ উল্লাস
কেবল বাতাস ফিসফিস করে বললো,
‘সত্য যে লিখেছিল
আজ সে মরে গেলো মিথ্যার ভিড়ে।’

আরও পড়ুন