ছোটদের সময় শিশু সাহিত্য পুরস্কার পেলেন আহমদ মতিউর রহমান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য ছোটদের সময় শিশু সাহিত্য পুরস্কার  পেলেন আহমদ মতিউর রহমান। তিনি একাধারে সাংবাদিক কলামিষ্ট প্রাবন্ধিক কবি উপন্যাসিক ও অনুবাদক। 

শনিবার (১৩ ডিসেম্বর) শিশু একাডেমি মিলনায়তনে তাকে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক মানব জমিন সম্পাদক মাহবুবা চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বিশিষ্ট ছড়াকার মাহমুদউল্লাহ, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা আবুল কাশেম, ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার, ড. আলো আর্জুমান বানু, ছড়াকার আবিদ আজম প্রমুখ। আরো পুরস্কার গ্রহণ করেন আশরাফুন্নেছা দুলু, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক ও আশিক মুস্তাফা।

দিনব্যাপী ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫’ উদযাপিত হয়। উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উৎসবে ছিল শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন-ছবি আঁকা প্রতিযোগিতা, গল্পবলা প্রতিযোগিতা, আমন্ত্রিত লেখকের কণ্ঠে ছড়াকবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সাহিত্য বিষয়ক সেমিনার এবং “ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫” প্রদান।
 

উৎসেব  প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের শিশু কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ শক্তি থেকে মুক্ত হয়েছি। একটি জাতির ভবিষ্যৎ এই শিশু-কিশোর। আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন ,  সরকার একাডেমির কার্যপরিধি আরো বিস্তৃত করার জন্য শিশু একাডেমির জন্য আলাদা নতুন নীতিমালা তৈরি করবেন।  যাতে করে শিশু একাডেমি একটি অধিদপ্তরের মত কাজ করতে পারে।

উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক  ও বাংলাভিশনের হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিক।, শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির  সম্পাদক মামুন সারওয়ার,  সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও লেখক মাহবুবুল হক । 

ছোটদের সময় শিশু সাহিত্য পুরস্কার পাওয়ায় আহমদ মতিউর রহমানকে বিভিন্ন শিল্প সাহিত্য ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

আহমদ মতিউর রহমান কবি-ছড়াকার-প্রাবন্ধিক হিসেবে পরিচিত। ছোটগল্প, ভ্রমণ উপন্যাস, গবেষণা গ্রন্থ স্মরণীয় বরণীয় ব্যক্তিদের জীবনী,কবিতা ও ছড়াগ্রন্থ, শিশু সাহিত্য গ্রন্থ লিখেছেন। ইতিহাসের বিভিন্ন বাঁক এবং চলচ্চিত্র সংগীতসহ সংস্কৃতির বিভিন্ন বিষয়ে ও তার লেখনি অসামান্য । 

আহমদ মতিউর রহমানের  জন্ম ১৯৫৯ সালের ৩১ জানুয়ারি মতলব, চাঁদপুরে। বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে। উনসত্তুরের উত্তাল গণ-অভ্যঅুত্থানের সময় মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় রাজপথ কাঁপিয়েছেন। মুক্তিযুদ্ধে অংশ নেন সক্রিয়ভাবে। কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্স করেছেন। ভাল ফলের জন্য লাভ করেছেন বৃত্তি। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক। 

পড়াশোনার পাশাপাশি তিনি যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির নির্বাহী কমিটির কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বিপরীত উচ্চারণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আয়োজন করেন অনেক সেমিনার সিম্পোজিয়ামের। 

আহমদ মতিউর রহমান সাহিত্যের বিভিন্ন বিষয়ে ও বিশ্ব সাহিত্য অঙ্গন নিয়ে নিয়মিত বিভিন্ন সাময়িকী ও পত্রিকায় লিখে চলেছেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক যায়যায়দিন ও দৈনিক সংগ্রাম, দৈনিক যুগান্তর এবং ভারতের দৈনিক পুবের কলমসহ বিভিন্ন পত্রিকার তিনি নিয়মিত কলাম লেখক ও আন্তর্জাাতিক বিশ্লেষক। 

লেখালেখির পাশাপাশি পেশা হিসেবে তিনি বেছে  নেন সাংবাদিকতা। প্রাচীনতম দৈনিক আজাদ দিয়ে সাংবাদিকতা শুরু ১৯৮২ সালে। এর পর দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক আমার দেশ এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব  পালন করেছেন।  বাংলাদেশ  টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছেন দুইযুগেরও বেশিসময়। বর্তমানে আবারও দৈনিক নয়া দিগন্তে সিনিয়র স্পেশাল  কপি এডিটর ও কলকাতার দৈনিক পুবের কলমের ঢাকাস্থ সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি ছোটদের পত্রিকা মাসিক ফুলকুঁড়িরও সম্পাদক।  বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সিনিয়র সহকারী মহাসচিব ছিলেন,ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

লেখালেখির সুবাদে কয়েকটি পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। এরমধ্যে রয়েছে নারায়ণগঞ্জে স্কাউটসএর শিশুসাহিত্য সম্মাননা, শিশু সাহিত্যে চত্তর সাহিত্য পুরস্কার-২০১১, চলচ্চিত্র বিষয়ক গ্রন্থের জন্য চাঁদপুরের সেরাজউদ্দীন সরকার সাহিত্য পুরস্কার-২০২২, ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের লেখক পুরস্কার-২০২২ ও ২০২৩ (দুইবার), ভারতের পশ্চিমবঙ্গ সাহিত্যমঞ্চ সম্মাননা-২০২২ এবং পশ্চিমবঙ্গের ‘টেক টাচ টক’সংস্থার দুইবাংলার দেশাত্ববোধক বিষয়ক কবিতায়‘মেহফিল-এ-শায়র’ সম্মাননা, ভারতের কলকাতার নতুন গতি সাহিত্য পুরস্কার-২০২৫। 

তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৬ টি।

ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বই : ১. ‘ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪’ ২ ‘দেশ কাঁপানো ২৩ দিন’ ৩.  ‘আামি বিজয় দেখেছি ৩৬ জুলাই’।    

ছোটদের বই :  ১, গল্পঃ সোনারং বিকেলে  ২. গল্পগুলো ভূতের (২য় সংস্করণ) ৩. গভীর রাতের আতংক  (গল্প ) ৪। আমাদের বারান্দায় এখন পাখি আসে (গল্প) ।  
ছড়া : ১. ধিচিং লালের ছড়া (২য় সংস্করণ) ২. লাল লাল নীল নীল (২য় সংস্করণ) ৩.  প্রজাপতির রঙিন পাখা । 

আরও বই ১.   ছোটদের সাংবাদিকতা ২. ছোটদের নবাব সিরাজউদ্দৌলা (জীবনী)  উপন্যাস –১.  আতংকের রাত ( প্রকাশের পথে) ২. সুন্দরবনে চার গোয়েন্দা ( প্রকাশের পথে) । সম্পাদিত গ্রন্থ :  ফররুখ শিশু সমগ্র। 

জীবনী সিরিজ: শেরে বাংলা একে ফজলুল হক , হোসেন শহীদ সোহরাওয়ার্দী,  বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, পাঁচ ভাষা শহিদের জীবন কথা, ড. মুহম্মদ শহীদুল্লাহ, মহিয়সী বেগম রোকেয়া, বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী আইনস্টাইন। 
 
প্রকাশিত আরো গ্রন্থ : গবেষণা: ১. মোগল সাম্রাজ্যের ইতিহাস : হেরেমের অন্তরালের কথা  ২. বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও উপমহাদেশের চলচ্চিত্রের ১০০ বছর ৩. নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ ও বাংলার ২০০ বছর ৪. স্বাধীনতার ৫০ বছর : নারিকেলবাড়িয়া থেকে বাংলাদেশ। ৫. মহাবিশ্বের বিশ্বয় : সৃষ্টির অপার রহস্য ৬. জীব বৈচিত্র্যের আধার : বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন ।   
  
ভ্রমণ বিষয়ক: বাংলাদেশ ভ্রমণ গাইড: ভ্রমণ বাংলা, ভ্রমণ উপন্যাস-নীলগিরি কক্সবাজার (২য় সংস্করণ)। 
প্রথম কবিতার বই ‘সাংকেতিক চিহ্নগুলো’।

FJ