ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমার না-তে জন্ম নিলো আগুন ॥ শারদুল সজল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

 

তারা বলেছিল—হ্যাঁ বলো, মেনে নাও—
তাহলেই জায়গা হবে 
আমি বলেছিলাম—‘না’ 
আর সেই ‘না’-র শরীরে আগুন ধরেছিল

সেই আগুনে জন্ম হলো একটি সভ্যতার 
জন্ম হলো বাঁধা পোড়ানোর বাইনোকোলার 
দেখলাম পৃথিবী 

অথচ এই ‘না’ বলার আগে জানতাম না 
আমার অস্তিত্ব 
আমি কে!

আরও পড়ুন