ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিন্ময় দাসের যৌন নিপীড়নের ভুয়া ছবি ভাইরাল!

বাবা বালকনাথের মুখের জায়গায় ডিজিটাল মাধ্যমে ছবিটি সম্পাদনা করে সেখানে চিন্ময় দাসের মুখের ছবি বসিয়ে প্রচার করা হয়েছে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে ফেসবুকের ভাইরাল ছবিগুলো আসলে ভুয়া। আসলে এসব ছবি ভারতের রাজস্থানের বাবা বালকনাথ নামে এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের ভিডিওর স্ক্রিনশট। খবর রিউমর স্ক্যানার ডটকম।

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, চিন্ময় দাসের নামে ভাইরাল ছবিগুলো আসলে নেওয়াজ বাইটস নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২০ অক্টোবর প্রকাশিত ভিডিও ক্লিপের স্ক্রিনশট। মূল ভিডিওটি রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ে ক্ষেত্রপাল মন্দিরের পুরোহিত বাবা বালকনাথের যৌন নিপীড়নের। এটিও সে সময় ভাইরাল হয়।

এ ঘটনা নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানাচ্ছে, অর্থাৎ, ছবিগুলো চিন্ময় দাসের নয়। বরং বাবা বালকনাথের যৌন নিপীড়নের। বাবা বালকনাথের মুখের জায়গায় ডিজিটাল মাধ্যমে ছবিটি সম্পাদনা করে সেখানে চিন্ময় দাসের মুখের ছবি বসিয়ে প্রচার করা হয়েছে।

এদিকে, সবশেষ খবরে প্রকাশ, গ্রেপ্তারকৃত সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদালত কারাগারে পাঠিয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন