অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন, এমন একটি ভুয়া ভিডিও সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে। খবর রিউমর স্ক্যানার ডটকম।
ভিডিওটিতে ড. ইউনূস এর বক্তব্যের একটি ফুটেজে দেখা যায়, যাতে তাকে একটি অ্যাপের মাধ্যমে ১০ টাকা আয় করতে পারলে ব্যবহারকারীকে ১,০০০ টাকা বোনাস দেয়া হবে বলে বলতে শোনা যায়।
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপের মাধ্যমে টাকা উপার্জনের কথা আদৌ বলেননি, বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিম ভিডিওটি পর্যালোচনা করে দেখেছে, এটি মূলত ইনক্লুসিভ ফাইন্যান্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০১৮ এ আজীবন সম্মাননা পাওয়া উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র মানুষের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয় নিয়ে কথা বলেন। উক্ত ভাষণে তিনি জুয়ার অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।
জানা গেছে, ভুয়া ভিডিও প্রচারকারী ‘ফেবি ফেস্টো’ পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে রিউমর স্ক্যানার টিম দেখেছে, ওই পেজটি ২০১৯ সালের ২৫ জুলাই চালু করা হয়। পেজটি যারা পরিচালনা করছেন তাদের মধ্যে ভিয়েতনাম থেকে তিন জন, ভারত থেকে দুই জন, থাইল্যান্ড থেকে একজন রয়েছেন। বাকি দুই জনের লোকেশন পাওয়া যায়নি। এছাড়া, পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই, জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশকে জড়িয়ে ভারতের ২৭১ ভুয়া তথ্য প্রচার
ভুয়া সংবাদ প্রচারে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রতিবাদ