ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি দিল সামস-সন্ধ্যা ট্রাস্ট

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম

সামস-সন্ধ্যা ট্রাস্টের আয়োজনে এবং মিডিয়া ফ্রন্টলাইনের তত্ত্বাবধানে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় মিডিয়া ফ্রন্টলাইনের রাজধানীর বনশ্রী কার্যালয়ে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতি চার মাস পরপর বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

মানবাধিকারকর্মী ও মিডিয়া ফ্রন্টলাইনের প্রধান নির্বাহী জাকির মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিডিয়া ফ্রন্টলাইনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার। এছাড়া দৈনিক খবর সংযোগের যুগ্ম বার্তা সম্পাদক কাউছার খোকন, মিডিয়া ফ্রন্টলাইনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মো. মাজহারুল হক পাঠান ও ডিভিশনাল কো-অর্ডিনেটর মুর্শিদা খান শিখাসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সবার সহযোগিতা নিয়ে সাংবাদিক কন্যাদের সহায়তায় ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন শেখ সামিন ইয়াসার।

জাকির মজুমদার বলেন, সমাজকে এগিয়ে নিতে বা আলোকিত করতে অন্যতম ভূমিকা পালন করে থাকে সাংবাদিকরা। তবে নানা কারণে তারা ক্ষতিগ্রস্ত হন। এসব বিবেচনায় সাংবাদিক কন্যাদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে সামস-সন্ধ্যা ট্রাস্ট। এটি তাদের শিক্ষাজীবনকে উৎসাহ দানের জন্য। আশা রাখি, নারী দিবসের অঙ্গিকারকে সামনে রেখে সাংবাদিক কন্যারা এগিয়ে যাবে।

বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রতি বছর সাংবাদিক কন্যাদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

JA
আরও পড়ুন