ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবম পে-স্কেল

১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে ‘শাটডাউনে’র হুঁশিয়ারি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিশাল মহাসমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সারা দেশে ‘শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

স্বায়ত্তশাসিত, সরকারি, আধা-সরকারি এবং বিভিন্ন করপোরেশনের কর্মচারীরা এই সমাবেশে অংশ নেন। তাদের মূল দাবি হলো- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। সমাবেশে কর্মচারীরা ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির কথা। কিন্তু ২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের আর কোনো বেতন বাড়েনি। অথচ গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বেড়েছে। বর্তমান আয়ে কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে। তার এই বক্তব্য সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দিয়েছে।’

দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে বক্তারা বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে গেজেট প্রকাশ না করা হলে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও প্রতিজ্ঞা করেন।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।

DR
আরও পড়ুন