পুলিশ প্রশাসনে নতুন করে আবার রদবদল আনা হয়েছে। পুলিশের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদরদপ্তর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই আট কর্মকর্তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
