পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

পুলিশ প্রশাসনে নতুন করে আবার রদবদল আনা হয়েছে। ‎পুলিশের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদরদপ্তর।

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই আট কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

FJ