ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা তুলে ধরা হয়।
ইসি জানায়, সিইসির বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। মূলত সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর এই সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন এই হামলার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এর অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেন সিইসি। সেখানে হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।
নির্বাচনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত : সিইসি