‘হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের এক আইকন’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই বীর যোদ্ধার স্মরণে আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর সংবাদ জানিয়ে তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের এক আইকন। তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।’

প্রধান উপদেষ্টা জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে হাদির মৃত্যুর হৃদয়বিদারক সংবাদটি নিশ্চিত করেছেন। ড. ইউনূস হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে ‘শহিদ’ হিসেবে অভিহিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ঘোষণা দেন, শহিদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সকল দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

হাদির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, হাদির স্বপ্ন ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন জাতির ওপর। তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ভয় বা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি হাদির চিকিৎসায় আন্তরিকতার জন্য সিঙ্গাপুর সরকার ও বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

DR/AHA
আরও পড়ুন