হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য হিন্দুধর্মীয়, বৌদ্ধধর্মীয় ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তরুণ বিপ্লবী নেতা। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদিকে ‘শহীদ’ এবং ‘বিপ্লবের আইকন’ হিসেবে অভিহিত করেন। হাদির স্মরণে শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

DR
আরও পড়ুন