কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে অনন্য ভূমিকা রাখছে। জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে কোনো ধরনের মাদক ও অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে এবং দেশি পণ্য যাতে বিদেশে পাচার না হয়, সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে।’

তিনি বিজিবির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কর্মকর্তাদের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা প্রদানকারী যেকোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া তিনি বিজিবির তিনটি মূল স্তম্ভ ট্রেনিং, ডিসিপ্লিন ও ওয়েলফেয়ারের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া আপনাদের অন্যতম বড় দায়িত্ব। এই নির্বাচন সফল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাতি আপনাদের কাছ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।’

DR/SN
আরও পড়ুন