মির্জা ফখরুলকে নিয়ে প্রেস সচিবের আবেগঘন পোস্ট

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দেয়া পোস্টে তিনি লেখেন, গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার মনটা খুব খারাপ হয়ে আছে। তিনি বহু বছর ধরে আমার রাজনৈতিক আদর্শ। একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি তিনি কীভাবে কষ্ট পেয়েছেন—তিনি কীভাবে দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন যেন তারা তার নিজের সন্তান এবং নিকটাত্মীয়।

তিনি আরও লেখেন, শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমি অনুভব করেছি যে তিনি গভীরভাবে একা হয়ে গেছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। উভয়েই তাদের সহানুভূতি এবং নীরব সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। তারা খুব কমই মেজাজ হারাতেন, অহংকার তাদের ছুঁতে পারতো না বললেই চলে। কঠিন সময়ে তারা অত্যন্ত যত্ন এবং সংযমের সাথে জনগণকে পথ দেখিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে মির্জা ফখরুলের স্বাস্থ্যের অবনতি হয়েছে উল্লেখ করে পোস্টে শফিকুল আলম আরও লেখেন, ‘তিনি আর সেই একই মহাসচিব নন যিনি একসময় দেশের সীমানা পেরিয়ে ভ্রমণ করেছিলেন। খালেদা জিয়া যখন তাকে মহাসচিব নিযুক্ত করেছিলেন, তখন তিনি বিএনপির একজন মধ্যম সারির নেতা ছিলেন এবং তার সেন্টার-লেফট আদর্শিক ঝোঁকের জন্য পরিচিত ছিলেন।’

তবুও সংকটের মুহূর্তে তিনিই সবচেয়ে দক্ষ হাতিয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শহীদ বেগম খালেদা জিয়ার পাশাপাশি, তিনি তাদের দলকে সুসংগঠিত ও অটল রেখেছিলেন। কিন্তু জুলাই মাস যখন এলো, তখন বড্ড দেরি হয়ে গেছে। খালেদা জিয়া মৃত্যুশয্যায় ছিলেন এবং মির্জা ফখরুল নিজেও তাঁর শরীরের শক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন। এ এক যুগের অবসান।

AHA
আরও পড়ুন