ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। শনিবার (৩ জানুয়ারি) সকালে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।

এবারের মেলায় দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। অনলাইন প্রক্রিয়ায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের পাশাপাশি চালু করা হয়েছে ডিজিটাল প্রবেশ ব্যবস্থা। দর্শনার্থীরা অন-স্পট টিকিট সংগ্রহের পাশাপাশি অনলাইনেও টিকিট কিনতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিশেষ ছাড়ে বা কনসেশনাল রেটে যাতায়াতের সুবিধার্থে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’ যুক্ত হয়েছে মেলার পরিবহন পার্টনার হিসেবে।

উল্লেখ্য, এবারের মেলা ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের তারিখ পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়। ১৯৯৫ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে এই মেলা আয়োজিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে মেলাটি স্থায়ীভাবে পূর্বাচলের বর্তমান কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন