ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় সিইসির সম্মেলন কক্ষে এ আলোচনা শুরু হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও বৈঠকে উপস্থিত আছেন।

ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে জামায়াতে ইসলামী।

DR
আরও পড়ুন