ভারতে ক্রিকেটারদের না পাঠানোর যে কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপের কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 
বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হবে? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধুতো টিম যাবে না সমর্থকরাও যাবে; খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

তিনি বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ খেলব তবে ভারতের বাইরে খেলব।

এদিকে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে ভারত থেকে তেল ও চাল আমদানি করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের স্বার্থ যেখানে আছে হাতে ধরে তো আমরা নষ্ট করতে যাব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ আমাদের লোকজনের নিরাপত্তার প্রশ্ন। কাজেই আমাদের শর্ত না যাওয়াতে। আমরা আমাদের লোকজনদের পাঠাবো না। আমাদের চাল কেনার যদি স্বার্থ থাকে, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয় আমি কোনো সমস্যা দেখি না।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু বন্ধের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যে মিশনগুলো সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার জায়গা।

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে কথাবার্তা চলছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ছাড়ার তথ্য জানিয়েছেন তিনি।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজকে দেয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। বাদ দেয়ার কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না দেশটি। এ কারণে তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক এবং দর্শকরা যাবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

FJ
আরও পড়ুন